| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে বোরখা গায়ে মন্দিরে গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালো হিন্দু যুবক


ভারতে বোরখা গায়ে মন্দিরে গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালো হিন্দু যুবক


আন্তর্জাতিক ডেস্ক     31 May, 2025     04:30 PM    


ভারতে বোরখা গায় দিয়ে মুসলিম সেজে মন্দিরে আতঙ্ক ছড়ানোর সময় এক হিন্দু যুবককে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৩০ মে) মুসলিম মিররের প্রকাশিত এক খবর থেকে এই তথ্য জানা যায়।

গত ২৩ মে ঘটনাটি ঘটেছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিয়ন্ত্রণাধীন উত্তর প্রদেশের শামলি জেলার বরখান্দি গ্রামে। আটক হিন্দু যুবকের নাম সুনীল। তিনি হরিয়ানার ইয়ামুনানগরে বসবাস করেন। তোপের মুখে সুনীল দাবি করে, নিকটবর্তী আত্মীয়দের দেখতে এভাবে মন্দিরে এসেছিলেন তিনি।

বোরখা গায়ে মন্দিরে মন্দিরে আতঙ্ক ছড়ানোর বিষয়টি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। এতে স্থানীয় হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার হাঁটা ও আচরণ নারীর মতো ছিল না, যা তাদের সন্দেহের উদ্রেক করে। কয়েকজন স্থানীয় লোক তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন এগিয়ে যান, তখন সে মন্দির চত্বর থেকে দৌঁড়ে পালাতে শুরু করে। কিন্তু শেষমেশ ধরা পড়ে যায়। বোরখার ভেতর পুরুষ দেখে তারা আরো ভড়কে যান।

মন্দিরে মুসলিমের অনুপ্রবেশের চেষ্টা টাইটেলে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। যা মানুষের আতঙ্ক আরো বাড়িয়ে দেয়। ভিডিওর ফলে সোশাল মিডিয়া ইউজারদের অনেকে একে মন্দিরে মুসলিমদের নতুন কোনো সন্ত্রাসী হামলার চেষ্টা বলেও মনে করতে শুরু করেন।

অনেকেই মনে করছেন, এই ঘটনা কেবল সাম্প্রদায়িক দাঙ্গা এবং উত্তজনা সৃষ্টির জন্য ঘটনানো হয়েছে।